পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতাধীন হাটগুলোর বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক দিক তদারকিতে সাত সদস্যর কমিটি গঠন করা হয়েছে। গতকাল ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, করপোরেশনের সচিব আকরামুজ্জামান এ বিষয়ে একটি দপ্তর আদেশ জারি করেন। আকরামুজ্জামান জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অধিক্ষেত্রভুক্ত এলাকায় জনস্বার্থে করপোরেশন কর্তৃক ইজারা প্রদত্ত কোরবানির পশুর হাটগুলো পশু থেকে সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রমসহ আনুষঙ্গিক বিষয়াদি সরেজমিনে তদারকির জন্য সাত সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। যেখানে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে সদস্য সচিব এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও অন্য পাঁচ সদস্যর মধ্যে রয়েছে প্রধান প্রকৌশলী, পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। দায়িত্বপ্রাপ্তদের কর্মপরিধি নিয়ে ডিএসসিসি সূত্রে জানা যায়, প্রতি বছর কোরবানির পশুর হাট এবং কোরবানিকৃত প- হতে সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনায় বাস্তবায়িত সামগ্রিক কাজের মূল্যায়ন করবে। মাঠ পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন করার ক্ষেত্রে গোচরীভূত ত্রুটি-বিচ্যুতি উল্লেখ করে সংশ্লিষ্টদের জানাবে। গোচরীভূত ত্রুটি-বিচ্যুতি নিরসন এবং ভবিষ্যতে মাঠ পর্যায়ের সার্বিক কার্যক্রম জনস্বার্থে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবতার নিরিখে করণীয় নির্ধারণ করবে। প্রতি বছর উপযুক্ত বিষয়াবলী সম্বলিত একটি পর্যালোচনামূলক প্রতিবেদন প্রণয়ন করবে।