বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার বেশি চাল কিনেছি
বললেন খাদ্যমন্ত্রী
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
চলতি বোরো মৌসুমে আমরা লক্ষ্যমাত্রার বেশি চাল ক্রয় করেছি বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, চলতি বোরো মৌসুমে গতকাল পর্যন্ত লক্ষ্যমাত্রার ছয় লাখ ৫৬ হাজার ৫৭৮ মেট্রিক টন চাল ও এক লাখ ১৫ হাজার ২৭২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বোরো সংগ্রহ অভিযান ২০২৩-এর অগ্রগতি, কার্ডের মাধ্যমে ওএমএস বিতরণ ও সামগ্রিক খাদ্য পরিস্থিতি’ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আমরা অভ্যন্তরীণভাবে সাড়ে ১২ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম। আর চার লাখ মেট্রিক টন ধান। চাল ছিল ৪৪ টাকা কেজি, ধান ছিল ৩০ টাকা। আগস্টের শেষ দিন পর্যন্ত আমাদের এগুলো কেনার কথা। এরমধ্যেই আমরা চাল ক্রয় করেছি ছয় লাখ ৫৬ হাজার ৫৭৮ মেট্রিক টন। ধান সংগ্রহ করেছি এক লাখ ১৫ হাজার ২৭২ মেট্রিক টন। জুনের পর, জুলাই আগস্ট, এভাবে মাস ভাগ করতে গেলে এ জুনে চার লাখ ক্রয় করলেই আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে। আমরা লক্ষ্যমাত্রার বেশি ক্রয় করেছি। আশা করছি, সম্পূর্ণ চাল ক্রয় করতে পারব। ধান ক্রয়ের কথা বলতে গিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, গতকাল পর্যন্ত আমরা ধান ক্রয় করেছি এক লাখ ১৫ হাজার ২৭২ মেট্রিক টন। এখনো তিন দিন সময় আছে। আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারব বলে দৃঢ় বিশ্বাস। এবার যেহেতু বাম্পার ফলন হয়েছে, তার জন্য চালের মানও আমরা ভালো পেয়েছি। চালের মান সবসময় ভালো থাকে, এবার আরো ভালো হবে। কারণ ধানের মান ভালো। মন্ত্রী বলেন, বন্যা, করোনা মহামারিসহ বিভিন্ন চড়াই-উতরাই আমরা খাদ্য মন্ত্রণালয়ের কর্মসূচি সঠিকভাবে পালন করেছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় খাদ্য পরিস্থিতি নিয়ে সারা বিশ্বে সন্দিহান তৈরি হয়েছিল, এক সময়ে বিশ্ব খাদ্য সংস্থা থেকে বলা হয়েছিল, বিশ্বে দুর্ভিক্ষ হবে, বাংলাদেশও সেই দুর্ভিক্ষের দাবিদার। কিন্তু আমরা সঠিকভাবেই তা মোকাবিলা করতে পেরেছি। চাল নেই এমন অবস্থা কখনো আমাদের হয়নি। আমরা সফলতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি।