ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জ জেলা পরিষদ

মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক প্রদান

মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক প্রদান

সিরাজগঞ্জ জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ১০২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ১৩ লাখ ১০ হাজার টাকার শিক্ষা বৃত্তি চেক প্রদান করা হয়েছে। গতকাল সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। তিনি নিজে শিক্ষিত। এজন্য তিনি দেশের কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষিত সুনাগরিক হিসেবে গোড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন। কারণ যে জাতি যত শিক্ষিত, সেই জাতি তত উন্নত। প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে জনকল্যাণমুখী কাজের অংশ হিসেবে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ৪০ দিনের প্রকল্প কর্মসূচি, দরিদ্র অসহায় মানুষের জন্য ভিজিএফ, ভিজিডিসহ খাদ্যবান্ধব বিভিন্ন কর্মসূচি চালু রেখেছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে মহামারি করোনা মোকাবিলায় বাংলাদেশ বিশ্ব দরবারে প্রশংসনীয়। সেদিনের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজ বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে এই বাংলাদেশ। তিনি আরো বলেন, বৈশ্বিক সংকট পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশ্বে জালানি তেল, ভোজ্যতেল, খাদ্যসামগ্রীসহ প্রতিটি দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। এই সরকার ভর্তুকি দিয়ে দ্রব্য মূল্য সহনশীল রেখেছে। বাজার মনিটরিংয়ের মাধ্যমে বাজার সিন্ডিকেট বন্ধে সাহসী ভূমিকা রেখেছে।

আনুষ্ঠানিকভাবে জেলার ১০২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের তহবিল থেকে শিক্ষা অনুপ্রেরণার অংশ হিসেবে উল্লেখিত টাকার শিক্ষা বৃত্তি চেক প্রদান করা হয়। এ অনুষ্ঠানে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম তাসফুল, জেলা পরিষদ সদস্য জুঁই পারভীন ও নারগিস খাতুন এবং সহকারী প্রকৌশলী আব্দুল বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত