ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঈদযাত্রায় মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন

ঈদযাত্রায় মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন

ঈদ উপলক্ষ্যে কর্মস্থল থেকে ঘরে ফিরতে শুরু করেছেন উত্তরবঙ্গের মানুষ। এতে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কসহ উত্তরবঙ্গের মহাসড়কগুলোতে গাড়ির চাপ বাড়ায় ধীরগতিতে চলছে যানাবহন। গতকাল সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা ধরে কখনো যানজট ও কখনো ধীরগতি দেখা যায়। এ কারণে ঈদযাত্রায় দুর্ভোগ শিকার হন যাত্রীরা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রওশন ইয়াজদানি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, ভোরে এ মহাসড়কে তীব্র যানজট ছিল। অতিরিক্ত গাড়ির চাপ ও সেতুর পূর্ব পাড়ে সমস্যার কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিমাপাড় সংযোগ মহাসড়কের গোলচত্বর থেকে কড্ডার মোড় ও ঝাঐল ওভার ব্রিজ পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। দুপুর থেকে মহাসড়কে যানজট নেই। তবে গাড়ির প্রচুর চাপ থাকায় কচ্ছপ গতিতে চলছে যানবাহন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবীর বলেন, ঢাকামুখী ও উত্তরবঙ্গমুখী উভয়লেনেই গাড়ির চাপ রয়েছে এবং বর্তমানে মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলছে। তবে নলকা ফ্লাইওভার খুলে দেয়ায় এই যানজট কমেছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত