ডেঙ্গুতে আরো দুই মৃত্যু একদিনে হাসপাতালে ১৪৫ জন
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায়ও মশাবাহিত রোগটি নিয়ে ১৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি থাকা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১০ জনে। একই সময়ে এসিড মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরো দুইজনের প্রাণহানি ঘটেছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরো ১৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১০৪ জন ঢাকায় চিকিৎসাধীন। বাকি ৪১ জন রাজধানীর বাইরে চিকিৎসা নিচ্ছেন। একই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১ হাজার ৪১০ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ১১ জন। এছাড়া ঢাকার বাইরে ৩৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।