সিরাজগঞ্জের পৃথক স্থান থেকে মিল শ্রমিকসহ ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলো, নাটোরের গুরুদাসপুর উপজেলার চরপিপলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে কুদ্দুস মোল্লা (৪৪) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পানিয়াগাঁতী গ্রামের ফজল আলীর স্ত্রী নূর মহল বেগম (৪৪)। পুলিশ জানায়, ঈদের দিন বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের তাড়াশ-নাদো সৈয়দপুর আঞ্চলিক সড়কের কাটাগাঙের ব্রিজ এলাকায় কুদ্দুস মোল্লার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে এটি হত্যা কি-না সে বিষয়ে তদন্ত চলছে। এদিকে ঈদের আগের দিন মঙ্গলবার বিকেলে রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষিকোলা গ্রামের ইউক্যালিপটাস বাগানের গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নূর মহল বেগমের লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে একই হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।