৪০তম বিসিএস

নন-ক্যাডারে আবেদনের সময় চার দিন বাড়ল

প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

৪০তম বিসিএসের নন-ক্যাডার পদে অনলাইনে আবেদনের সময়সীমা চারদিন বাড়িয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আগের সিদ্ধান্ত অনুযায়ী গত শনিবার আবেদনের সময় শেষ হওয়ার কথা ছিল। শনিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪০তম বিসিএসের নন-ক্যাডার পদে নিয়োগের আবেদনের সময় ১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষের নির্দেশক্রমে তা আগামী ৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে পছন্দক্রম দেওয়া যাবে।

জানা গেছে, ৪০তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন গ্রেডে ৪ হাজার ৪৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৯ম থেকে ১২তম গ্রেড পর্যন্ত ৪ হাজার ৪৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে নিয়োগ দেওয়া হবে ১২তম গ্রেডে। এই গ্রেডে নিয়োগ পাবেন ১ হাজার ৭২৬ জন। এছাড়া ৯ম গ্রেডে ১ হাজার ৬০৪ জন, ১০ম গ্রেডে ১ হাজার ১০৮ জন এবং ১১তম গ্রেডে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে।