ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভোলায় যুবলীগ কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

ভোলায় যুবলীগ কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

ভোলার লালমোহনে শামীম বকশী নামে যুবলীগের এক কর্মীকে অস্ত্র থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পরিবারের অভিযোগ, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের সমর্থক হওয়ায় শামীম বকশীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় লালমোহন পৌরসভার গেট এলাকা থেকে যুবলীগ কর্মী শামীমকে আটক করে পুলিশ। পরে লাল?মোহন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক নয়ন পঞ্চায়েতের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করেছে লালমোহন থানা পুলিশ। যুবলীগ কর্মী শামীম লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বালুরচর গ্রামের আবুল কাশেম বকশীর ছেলে। তার পরিবারের অভিযোগ, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের সমর্থক হওয়ায় শামীম ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আবুল কাশেম বকশী জানান, তার ছেলে শামীমকে গত শুক্রবার বিকালে উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাকির পঞ্চায়েত ও যুগ্ম সম্পাদক নয়ন পঞ্চায়েত বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। সে সময় তাদের সঙ্গে ১০ থেকে ১২ জন লোক ছিল।

শামীমের বাবা কাশেম বলেন, তারা প্রথমে আমার ছেলেকে জাকির পঞ্চায়েতের বাসায় নিয়ে শারীরিক নির্যাতন করে। একপর্যায়ে তারা আমাকে ফোন করে মুক্তিপণের জন্য ১ লাখ টাকা দাবি করে। আমি টাকা দিতে আপত্তি জানালে তারা আমার ছেলেকে পুলিশের হাতে তুলে দেয়। পরে জানতে পারি নয়ন পঞ্চায়েত বাদী হয়ে আমার ছেলের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমার ছেলে আবু নোমান হাওলাদারের সমর্থক হওয়ায় কয়েক মাস আগে জাকির পঞ্চায়েত বাজারে আমার চায়ের দোকান জোরপূর্বক বন্ধ করে দেয়। আবুল কাশেম বকশী আরো অভিযোগ করে বলেন, আমার ছেলে শামীম তাদের ভয়ে বাড়ি থাকতে পারত না। আমার ব্যবসা বন্ধ করে দেওয়ায় ছেলে ঢাকায় মোটরসাইকেল রাইড শেয়ারিং করে পরিবারের খরচ চালাত। ঈদ উপলক্ষ্যে আমার ছেলের বাড়িতে আসায় ওকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে জাকির পাঞ্চায়েত ও নয়ন পাঞ্চায়েত এই ঘটনা ঘটিয়েছে। কাশেম বকশী মামলার সঠিক

তদন্ত এবং তার ছেলে শামীম বকশীকে মামলা থেকে অব্যহতি দেওয়ার দাবি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত