ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

সিরাজগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন শেষ হয়েছে। গত রোববার রাত ৮টায় প্রার্থীদের এ মনোনয়নপত্র উত্তোলন শেষ হয়। এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রেজাউল বারি রন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। ব্রিফিংয়ে তিনি বলেন, সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন মো. হেলাল উদ্দিন। সহ-সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন এসএম তফিজ উদ্দিন, শহিদুল ইসলাম ফিলিপস ও হীরক গুণ। সাধারণ সম্পাদক পদে ফজল-এ-খোদা লিটন ও ইসরাইল হোসেন বাবু। সহ-সাধারণ সম্পাদক পদে সেলিম রেজা, আব্দুস সামাদ সায়েম ও আমিনুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে গাজী এসএইচ ফিরোজী ও দিলীপ কুমার গৌর। অর্থ সম্পাদক পদে নুরুল ইসলাম রইসী, রোমান আহমেদ ও মাহমুদুল হাসান উজ্জ্বল। দপ্তর সম্পাদক পদে একক প্রার্থী জহুরুল ইসলাম। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে স্বপন চন্দ্র দাস ও রহমত আলী। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রিফাত রহমান ও জাকারিয়া হোসেন টুটুল। সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে মান্না রায়হান ও সাজিরুল ইসলাম সঞ্জয় এবং কার্যনির্বাহী সদস্য পদে মৌলভী নজরুল ইসলাম, নওশাদ আহম্মেদ, শফিক মোহাম্মদ রুমন ও নজরুল ইসলাম। সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৩ পদে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এ সময় নির্বাচন কমিশনার মো. লোকমান হোসেন, নির্বাচনি ট্রাইব্যুনাল প্রধান অ্যাডভোকেট নাসিম সরকার হাকিম, নির্বাচনি ট্রাইব্যুনালের সদস্য মো. শহীদুল ইসলাম, প্রেসক্লাবের আহ্বায়ক প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস, সদস্য আব্দুল হামিদ খান হীরাসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তফসিল অনুসারে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেয়ার সময় নির্ধারণ করা হয় গতকাল বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত। উল্লেখ্য, আগামী ১৯ জুলাই ভোটগ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত