ঢাকা ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

স্প্রে’র বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু

ফের রিমান্ডে এমডি চেয়ারম্যান

ফের রিমান্ডে এমডি চেয়ারম্যান

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকা মারার স্প্রের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় পেস্ট কন্ট্রোল সার্ভিস প্রতিষ্ঠান ‘ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডে’র চেয়ারম্যান ও এমডিসহ তিনজনের ফের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল আদালতে ভাটারা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর রণপ কুমার বিষয়টি জানিয়েছেন। রিমান্ডে নেয়া আসামিরা হলেন- প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আশরাফুজ্জামান, এমডি ফরহাদুল আমিন ও স্প্রেম্যান টিটু মোল্লা। তিনি বলেন, গত ২৫ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এরপর আদালত এ বিষয়ে শুনানির জন্য গত রোববার দিন ধার্য করেন। সেদিন তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৮ জুন আদালত শুনানি শেষে তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ১২ জুন আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ জানায়, পোকামাকড় মারতে মোবারক হোসেন নিজের বাসায় ওষুধ প্রয়োগে ‘ডিসিএস অর্গানাইজেন লিমিটেড’ নামে ওই কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন। সেই পেস্ট কন্ট্রোল কোম্পানির কর্মীরা পোকামাকড় নিধনের জন্য অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) ব্যবহার করেছিলেন। ওষুধ দেয়ার ৬ ঘণ্টার মধ্যে ঘরে ঢুকতে নিষেধ করা হয়। কোম্পানির নির্দেশনা মেনে ১৫ ঘণ্টা পর পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করেন। এরপরেই বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হতে শুরু করেন তারা। সেই ঘটনায় ওই দুই শিশুর মৃত্যু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত