হাজীগঞ্জ পৌরসভা
২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
কোনো প্রকার বাড়তি কর আরোপ ছাড়াই চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের ১১৫ কোটি ৪ লাখ ১ হাজার ৫০০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার হাজীগঞ্জ পৌর মিলনায়তনে পৌরসভার মেয়র অ স ম মাহবুব-উল আলম লিপন দ্বিতীয় মেয়াদের তৃতীয় বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে রাজস্ব বাজেটের আয় ধরা হয়েছে ২৩ কোটি ১ লাখ ৭১ হাজার ২৫০ টাকা, ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা। উদ্বৃত্ত রাখা হয়েছে ৬২ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। গতকাল হাজীগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার মেয়র অ স ম মাহবুব-উল আলম লিপন দ্বিতীয় মেয়াদের তৃতীয় বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে রাজস্ব বাজেটের আয় ধরা হয়েছে ২৩ কোটি ১ লাখ ৭১ হাজার ২৫০ টাকা, ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা। উদ্বৃত্ত রাখা হয়েছে ৬২ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। উন্নয়ন বাজেটে আয় ধরা হয়েছে ৪ কোটি ৭৯ লাখ ১৪ হাজার ৭৫০ টাকা। ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে ৫০ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকা। বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ১ শত ১৫ কোটি ৪ লাখ ১ হাজার ৫০০ টাকা। ব্যয় ধরা হয়েছে ১১০ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা। বাজেটে সর্বমোট উদ্বৃত্ত রাখা হয়েছে ৪ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৫০০ টাকা। জেলায় এই প্রথম বড় বাজেট ঘোষণার করেন মেয়র আ স ম মাহবুবুল আলম লিপন। বাজেট অনুষ্ঠানে মেয়র প্রথমে জাতির জনক ও তার পরিবারে এবং একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বাজেট অনুষ্ঠান শুরু করেন। হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপনের সভাপতিত্বে ও বাজার পরিদর্শক সফিউল বাসার রুজমনের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষানুরাগী ইকবালুজ্জামান ফারুক, পৌর কর নির্ধারক মো. আবু ইউসুফ, পৌরসভার ১নং প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল আজহার আলম বেপারী, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, টিএল সিসির সদস্য পেয়ারা বিল্লাল প্রমুখ। বাজেট ঘোষণার পর সাংবাদিক ও সুধীজনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন। এ সময় উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তি, সুধীমহল, সাংবাদিক, কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।