চালককে চেতনানাশক ওষুধ সেবন
রূপগঞ্জে অটোরিকশা চুরির সময় গ্রেপ্তার দুই
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালককে জুসের সাথে চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরিকালে দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গত মঙ্গলবার রাতে উপজেলার কর্নগোপ এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো শরীয়তপুরের নড়িয়া থানার তালিকান্দি এলাকার সাজ্জাদের ছেলে মামুন (৩৮) ও মাদারীপুর সদর থানার হুইনা এলাকার বক্কর শেখের ছেলে হৃদয় শেখ (৩৯)। রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, রাতে উপজেলার দরিকান্দী ব্রিজ এলাকা থেকে ওই দুই ছিনতাইকারী কর্নগোপ এলাকায় যাওয়ার উদ্দেশে স্থানীয় মাছিমপুর এলাকার লস্কর আলীর ছেলে শামসুল হকের (৫২) ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রীবেসে উঠে। অটোরিকশাটি কর্নগোপ এলাকায় পৌঁছলে ওই দুই যাত্রী চালককে জুসের সাথে চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে অজ্ঞান করে সড়কের পাশে ফেলে দেয়।
এ সময় তারা অটোরিকশাটি ছিনিয়ে নেয়ার সময় স্থানীয় লোকজন টের পেয়ে তাদের আটক করে গণধোলাই দেয় এবং অটোরিকশাটি উদ্ধার করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুই চোরকে গ্রেপ্তার করে। পরে স্থানীয়রা গুরুতর অসুস্থ অবস্থায় চালক শামসুল হককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি করান। এ ঘটনায় চালকের ছেলে ছায়েদুল ইসলাম বাদী হয়ে গতকাল রূপগঞ্জ থানায় মামলা করেন। পরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।