ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পূর্ব শত্রুতা

সিরাজগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ : পাঁচ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ : পাঁচ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জের তাড়াশে সান্দ্রা গ্রামে মংস্যচাষির পুকুরে বিষ দিয়েছে দুর্তৃত্তরা। এতে প্রায় ৫ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই গ্রামের মংস্যচাষি আব্দুল হান্নান প্রায় ১০ বছর ধরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছে। গত বুধবার সন্ধ্যায় সে পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি চলে যায়। ওইদিন গভীর রাতে দুর্বৃত্তরা তার পুকুরে বিষ (গ্যাস ট্যাবলেট) প্রয়োগ করে। গতকাল বৃহস্পতিবার সকালে সে পুকুরে গিয়ে দেখতে পায় অধিকাংশ মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় ৫ লাখ টাকার মাছ মরে গেছে। পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনও অভিযোগ পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত