মুন্সীগঞ্জের জজকোর্টে মামলায় হাজিরা দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বাদী পক্ষের লোকজন। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার মুন্সীগঞ্জ থানায় অভিযোগ করেছেন বাদী শহিদা বেগম। অভিযোগ সূত্রে জানা যায়, বজ্রযোগীনী ইউনিয়নের কল্যানশিং এলাকার প্রতিবেশী রাসেল রেখা, সানু বেগম, নাহাপাড়া এলাকার মুক্তার, মহসিনগংদের সঙ্গে মামলা-সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিরোধের জের ধরে গতকাল দুপুরে উল্লেখিত বিবাদীরাসহ অজ্ঞাতনামা আরো ৮ থেকে ১০ জন মুন্সীগঞ্জ কোর্টের বাইরের গেটের সামনে আমাদের দেখে গালিগালাজ ও মারধর করে। এ সময় আমার মেয়ের জামাই শ্যামল এগিয়ে এলে তাকেও এবং আমার ছেলে শাকিলকেও মারধর করে। এ সময় আমার ছেলের পকেটে থাকা নগদ ১৫ হাজার টাকা এবং গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায় এবং বলে মামলা তুলে নিতে। এ বিষয়ে অভিযুক্ত রাসেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। বাদী শাহিদা বলেন, উপরে উল্লেখিত আসামিরা আমাদের দেওয়া একটি মামলায় জামিনে বের হয়ে আমাদের হুমকিধমকি দিচ্ছে মামলা তুলে নিতে। মামলা তুলে না নেওয়ায় এ ঘটনা ঘটিয়েছে রাসেল গংরা।