ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অসামাজিক কার্যকলাপ

হোটেলসহ ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

হোটেলসহ ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড ও পতেঙ্গা এলাকার হোটেল ও রেস্টুরেন্টগুলোতে অসামাজিক কার্যকলাপের দায়ে ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা ও একটি সিলগালা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার বিকেলে ওই এলাকার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। ্এসময় ৯টি প্রতিষ্ঠানকে এক লাখ ৭৫ টাকা জরিমানা ও একটি রেস্টুরেন্ট সিলগালা করে দেওয়া হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন, পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকার অনেক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে। এসব অভিযোগ পাওয়ার পর সিএমপির সঙ্গে আমরা যৌথভাবে অভিযান চালিয়েছি। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। অভিযানে পতেঙ্গা এলাকার বরিশাল হোটেল, হোটেল পতেঙ্গা টুডে, পিএফসি রিসোর্ট, হোটেল টানেল ভিউ ও ইপিজেড এলাকার হোটেল রেড ব্লু ইন্টারন্যাশনাল, হোটেল ব্লুসুম ইন্টারন্যাশনাল ও হোটেল মুনকে জরিমানা করা হয়। পাশাপাশি অসামাজিক কার্যকলাপে সহায়তা করায় হোটেলগুলোকে চূড়ান্তভাবে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে, রেস্টুরেন্টে পর্দা দিয়ে ছোট গোপন কক্ষে অসামাজিক কার্যকলাপ ও লাইসেন্স ছাড়াই ব্যবসা চালিয়ে যাওয়ায় গ্রিন ফুড নামক একটি রেস্টুরেন্ট তালাবদ্ধ করে দেওয়া হয়। এর পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার করার অভিযোগে বিবি মেকওভার নামের একটি বিউটি পার্লারেও অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযোগের সত্যতা মেলায় এই প্রতিষ্ঠানটিকেও জরিমানা করা হয়। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী জোনের সহকারী কমিশনার মো. আরিফ হোসেন ও ইপিজেড থানার ওসি মো. আবদুল করিম অংশ নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত