অর্থের বিনিময়ে মাদক কারবারি
মা-ছেলেকে ছেড়ে দেয়ার অভিযোগ
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নল গ্রাম থেকে গত রোববার সকালে সোহেল ও তার মা শিল্পকে গাঁজাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলা উত্তর পরিদর্শক নুসরাত জাহানের নেতৃত্বে ওই বাহিনীর একটি দল। আটক করার পর তারা বাড়ির লোকজনের কাছে তাদের মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করার কথা বলে যায়। পরে শিল্পীর মেয়ের জামাই শফিকুলের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে আটক মাদক কারবারি শিল্পী ও তার ছেলে সোহেলকে ওইদিন সন্ধ্যার দিকে ঢুলিভিটা থেকে ছেড়ে দেন পরিদর্শক নুসরাত জাহান। ধামরাই থানাধীন কুশুরা পুলিশ ক্যাম্পের (এএসআই) সাইফুল ইসলাম ও কনস্টেবল শাহাদাৎ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়িতে করে যখন অভিযুক্তদের আটক করে নিয়ে যাওয়ার সময় বান্নাখোলা বাজার থেকে তারা তা দেখতে পান। গত সোমবার সকালে ওই এলাকায় গেলে গত রোববার আটককৃত শিল্পীকে বাড়িতে পাওয়া যায়। শিল্পী জানান, আমি ও আমার ছেলে সোহেলকে আটক করার পর আমার মেয়ের জামাইয়ের মাধ্যমে যোগাযোগ করে টাকার বিনিময়ে আমাদের ছেড়ে দেয়া হয়। এ ঘটনা সম্পর্কে বক্তব্য নেয়ার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলা উত্তর পরিদর্শক নুসরাত জাহানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করে মোবাইল ফোন বন্ধ রাখেন।