গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর থানাধীন তেঁতুলিয়া নদী-সংলগ্ন বাংলাবাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি যাত্রীবাহী সিএনজির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেয়া হয়। আভিযানিক দল কর্তৃক ওই সিএনজিটি তল্লাশি করে দুটি ব্যাগের মধ্যে তিনটি হটপটের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের উপকরণ ফয়েল পেপার ও টাকা দিয়ে তৈরিকৃত পাইপসহ দুইজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয় মো. ইউনুস (৪৪), নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন রাজারামপুর গ্রামের বাসিন্দা ও আসমা বেগম (৩১), চট্টগ্রাম জেলার খুলশী থানার ফয়েজ লেক এলাকার বাসিন্দা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবা এবং অন্যান্য আলামতসহ আটকৃত ব্যক্তিদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।