কাঁচামরিচ বিক্রিতে অতিরিক্ত মুনাফা করায় জরিমানা
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
অতিরিক্ত দামে কাঁচামরিচ বিক্রি করায় স্বপ্ন ও মীনা বাজার দুই সুপারশপকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত প্রতিষ্ঠান দুটিকে কৃষি বিপণন বিধিমালা ২০২১ লঙ্ঘনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। এর আগে কাঁচামরিচ বিক্রি করে অতিরিক্ত মুনাফা করায় রোববার মীনা বাজার ও স্বপ্নকে তিন দিনের মধ্যে কারণ দর্শনোর নোটিশ দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওই সময় অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান বলেন, সুপারশপে কোনো পণ্যের দাম বাইরের বাজারকে প্রভাবিত করে। কাঁচামরিচের অস্থির বাজারে দুই সুপারশপ কাঁচামরিচ বিক্রি করে অতিরিক্ত মুনাফা করেছে বলে উল্লেখ করেন তিনি। অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুপারশপগুলোর মধ্যে সর্বোচ্চ ৭৫০ টাকা কেজি দরে মীনা বাজার এবং ৬২০ টাকা করে স্বপ্ন কাঁচামরিচ বিক্রি করে। যে সময় অন্য সুপারশপগুলোতে কাঁচামরিচের দাম ছিল ৫০০ টাকার মধ্যে। আর এসব কাঁচামরিচ পাইকারি বাজার থেকে ৪২০ টাকা দরে কেনা ছিল।