ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বে পেট্রোলিয়ামের চাহিদা বাড়বে ২.২ শতাংশ : ওপেক

বিশ্বে পেট্রোলিয়ামের চাহিদা বাড়বে ২.২ শতাংশ : ওপেক

পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা বা ওপেক পূর্বাভাস দিয়েছে, ২০২৪ সালে বিশ্বে পেট্রোলিয়ামের দৈনিক গড় চাহিদা বর্তমান পর্যায় থেকে ২ দশমিক ২ শতাংশ বেড়ে ১০ কোটি ৪০ লাখ ব্যারলে পৌঁছাবে। এক প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়ে ওপেক বলেছে, এর ভিত্তি চলতি ও আগামী বছর বৈশ্বিক অর্থনীতির শক্তিশালী প্রবৃদ্ধি। পূর্বাভাসে ওপেক চলতি বছরের জন্য পেট্রোলিয়ামের চাহিদা বৃদ্ধির হার গত মাসের চাহিদা থেকে দৈনিক গড়ে ৯০ হাজার ব্যারেলে উন্নীত করেছে। এর প্রধান কারণ হলো চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের পেট্রোলিয়ামের চাহিদা বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, আগামী বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার ২ দশমিক ৫ শতাংশ হতে পারে এবং চীন, ভারতসহ প্রধান পেট্রোলিয়ামণ্ডভোক্তা দেশগুলো এবং এশিয়ার অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি সুস্থ প্রবৃদ্ধি বজায় রাখতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত