পিছিয়েপড়া সম্প্রদায়কে এগিয়ে নিয়েছে হরিজন ঐক্য পরিষদ
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
হরিজন সম্প্রদায়ের জন্য সবসময় আন্দোলন করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। সে আন্দোলনে তারা সফলও হয়েছে। যার ফলে এ সম্প্রদায়ের লোকজন কিছুটা হলেও ভালো রয়েছেন। পিছিয়েপড়া এ সম্প্রদায়কে এগিয়ে নিয়ে গেছে সংগঠনটি। গতকাল শুক্রবার প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণা লাল বলেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ওয়াদা করেছিল বাংলাদেশের নিষ্পেষিত পিছিয়েপড়া এ মানুষদের এগিয়ে নিয়ে আসবে। এ ওয়াদার মধ্য দিয়েই এ পরিষদের পথচলা শুরু হয়েছিল। হরিজন ঐক্য পরিষদের প্রত্যেকটি মানুষের পরিশ্রমে আজ হরিজন ঐক্য পরিষদ একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ সারা বাংলার যুবসমাজকে ঐক্যবদ্ধ করার জন্য যুব ঐক্য পরিষদ গঠন করে। শুধু যুবসমাজ নয় ছাত্রদেরও ঐক্যবদ্ধ করার জন্য ছাত্র ঐক্য পরিষদ গঠন করা হয়। বাংলাদেশে আটটি গোত্র পরিষ্কার-পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত। মূলত এদের ঐক্যবদ্ধ করার উদ্দেশেই তৈরি করা হয় এ সংগঠন। কৃষ্ণা লাল বলেন, হরিজন সম্প্রদায়ের লোকজন এখন ভাতা পাচ্ছেন। যা সফল হয়েছে একমাত্র হরিজন ঐক্য পরিষদের আন্দোলনে। আমরা কিছুদিন পর আবার প্রধানমন্ত্রীর সঙ্গে বসব। সেখানে আমাদের দাবি-দাওয়া তার কাছে উপস্থাপন করব। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আমাদের সব দাবি মেনে নেবেন। সম্মেলনে হরিজন সম্প্রদায়ের মৌলিক অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে অমিত হাড়ীকে সভাপতি ও পঙ্কজ বাসফোরকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদি বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব নির্মল চন্দ্র দাস, যুগ্ম-মহাসচিব প্রদীপ হেলা, যুব ক্রীড়া সম্পাদক কৃষ্ণচূড়ার কুঞ্জ মাল, শিক্ষাবিষয়ক সম্পাদক সজল দাস প্রমুখ।