পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত দুই

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছেন। চৌদ্দগ্রামের মিয়াবাজার ফাঁড়ি থানার এসআই সাইদুল হক জানান, গতকাল শুক্রবার ভোরে উপজেলার জগন্নাথ দিঘির পাড়ে চট্টগ্রামমুখি হেলপার চালিত দ্রুতগতির ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ড্রাইভিং সিটের পাশে বসা ট্রাকচালক টাঙ্গাইলের সফিপুরের রহমত আলীর ছেলে কামরুল ইসলাম (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ জানান নিহত চালকের লাশ মহাসড়কের পাশে ফেলে রেখে হেলপার ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এর আগে ভোররাতে উপজেলার পদুয়া রাস্তার মাথার সামান্য উত্তরপাশে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে অজ্ঞাতনামা (৪০) একব্যক্তি অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। অজ্ঞাতনামা ব্যক্তিটি পাগল বা ভবঘুরে বলে পুলিশের ধারণা। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে এবং ট্রাকচালক কামরুল ইসলামের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে হাইওয়ে থানার ইনচার্জ লোকমান হোসেন জানান।