রামপুরা উপকেন্দ্রে নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য রাজধানীর কোথাও কোথাও আজ রোববার থেকে ২২ জুলাই পর্যন্ত সাত দিন বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে।
এজন্য দুঃখ প্রকাশ করে গতকাল শনিবার বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যুৎ বিভাগ।
এতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ আজ সকাল ৭টা থেকে ২২ জুলাই বিকাল ৫টা পর্যন্ত চলবে। এজন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আওতাধীন কিছু কিছু এলাকায় আগামী সাত দিন আংশিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে।
জাতীয় গ্রিডের উন্নয়নকাজের স্বার্থে বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।