রংপুরে বিশ্ব যুব দিবস পালন

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

সম্ভাবনাময় ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষক, প্রশিক্ষক ও যুবশক্তির দক্ষতা উন্নয়ন ‘স্লোগানকে সামনে রেখে রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে’ (টিটিসি) বিশ্ব যুব দিবস-২০২৩ পালন করা হয়। গতকাল শনিবার সকালে রংপুর টিটিসির আয়োজনে বিশ্ব যুব দিবস পালন উপলক্ষ্যে কর্মসূচির মধ্যে ছিল- র‌্যালি, হলরুমে আলোচনা সভা ও বছর সেরা প্রশিক্ষকদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান। আলোচনা সভায় টিটিসির অধ্যক্ষ নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসিক ৩২নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদৎ হোসেন, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে, বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুকমিত্র ভিক্ষু। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইংরেজি ভাষার প্রশিক্ষক ফাজরিহা নিশাত। আলোচনা শেষে ২০২৩ সালের শ্রেষ্ঠ প্রশিক্ষক হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন সিনিয়র ইন্সট্রাক্টর হুমায়ুন কবীর, অতিথি প্রশিক্ষক (ইলেকট্রনিক) রফিকুল ইসলাম। এ সময় রংপুর টিটিসি’র শিক্ষক, প্রশিক্ষক ও যুবসমাজসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।