সিরাজগঞ্জে খাস জমি লিজ দেয়ার অভিযোগ
মুখ খুলছে না কেউ
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীর ভেংড়ী সরকারি প্রাথমিক স্কুলের সংলগ্ন খেলার মাঠের একাংশ পরিত্যক্ত পুকুর হিসাবে লিজ দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ, নিয়মনীতির তোয়াক্কা না করে সংশ্লিষ্ট প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে প্রায় দেড় বিঘা সরকারি খাস জমি এলাকার জনৈক অরুণ কুমার হালদারের কাছে প্রায় লক্ষাধিক টাকায় লিজ দিয়েছে স্থানীয় প্রভাবশালী নেতৃবৃন্দ। স্থানীয়রা সাংবাদিকদের জানান, প্রভাবশালী নেতৃবৃন্দ মির্জাপুর ভেংড়ী মৌজার জেল নং-১০৭, খতিয়ান নং-১, দাগ নং-১৬৪৯ সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করছে। অপর এক প্রভাবশালী নেতা একই মৌজার দাস পাড়ার সম্মুখে দাগ নং-১৩৩০, সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোগদখল করছে। ওই প্রভাবশালী মহল পেশীশক্তির ভয় দেখিয়ে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। এজন্য তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তারা মামলা মোকদ্দমার ভয় দেখায় এবং স্থানীয়ভাবে শালিসি বৈঠক করে জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।