চলছে আমন ধানের চারা রোপণের ভরা মৌসুম। শ্রাবণ মাস শুরু হয়েছে। এই ভরাবর্ষা মৌসুমে রাউজানে কাঙ্ক্ষিত বৃষ্টিপাত না হওয়াতে আমন ধানের চারা রোপণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন রাউজানের অসংখ্যা কৃষক। আগামী কয়েক দিনের মধ্যে পরিমাণ মতো বৃষ্টিপাত না হলে এবার এই উপজেলায় আমন চাষ অর্ধেক কমে যাবে। বিশেষ করে উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ি জায়গাগুলোতে এই মাসের মাঝামাঝি সময়ে বীজ রোপণ করা হয়ে থাকে। কিন্তু কৃষি কাজের জন্য চাহিদার তুলনায় বৃষ্টি না হওয়াতে উঁচু জায়গায় এখন পর্যন্ত আমন ধানের বীজ রোপণ করা যায়নি। কৃষকরা জানান, সাধারণত জুন ও জুলাই মাসে আমন ধাণের বীজ রোপণের উপযুক্ত সময়। কিন্তু এবার এখনো চাহিদার তুলনায় বৃষ্টি হচ্ছে না। সেই সাথে জমিতে নেই পানি, তীব্র রোদে ধান চাষের মাঠগুলো পানির জন্য খাঁ খাঁ করছে। ধান রোপণের জমিগুলোতে পানি না থাকায় হালচাষ ও ধান রোপণে কৃষকদের ব্যস্ততা চোখে পড়েনি। অন্যদিকে ধান রোপণের জন্য বীজ তৈরি করা চারাগুলো সময়ে সাথে বড় হচ্ছে না। কিন্তু পানির অভাবে নির্দিষ্ট সময়ে চারা রোপণ করা যাচ্ছে না। এতে বিপাকে পড়েছে কৃষক। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে কৃষিতে ব্যাপক ক্ষতির আশষ্কা করছেন এই উপজেলার বিভিন্ন গ্রামের সাধারণ কৃষক। কৃষক নেজাম উদ্দিন বলেন, শ্রাবণ মাস এলেও বৃষ্টির দেখা মিলছে না। মাঝেমধ্যে বৃষ্টি হলেও সেই বৃষ্টির পানি জমিতে চাষের উপযোগি হচ্ছে না। অন্য বছরগুলোয এমন সময় জমিতে পানি জমে থাকত। জমিতে হালচাষ বা ট্র্যাক্টর দিয়ে কয়েক দিন রেখে জমিতে চাষ দিয়ে চারা রোপণ করা হতো। কিন্তু এবার চাহিদার তুলনায় বৃষ্টি না হওয়ায় ধানের জমিগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আগামী কয়েক দিনে যদি আর বৃষ্টি না হয়, তাহলে এবার আমন চাষ নিয়ে ব্যাপক সমস্যায় পড়বেন তারা। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভায় আমন চাষাবাদের জন্য উপযোগী জমি রয়েছে প্রায় ১২ হাজার ২২৫ হেক্টর। পরিত্যক্ত জমি রয়েছে প্রায় ৭৭৮ হেক্টরের বেশি।