ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পানিতে ডুবে মৃত্যু রোধে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির সুপারিশ

পানিতে ডুবে মৃত্যু রোধে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির সুপারিশ

পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে দেশব্যাপী সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তাকে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে। জাতীয় সংসদের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এ সুপারিশ করেছে। গতকাল সংসদ ভবনে কমিটির ৩৯তম বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেহের আফরোজ। উপস্থিত ছিলেন- কমিটির সদস্য মো. আব্দুল আজিজ, শবনম জাহান, শাহাদারা মান্নান এবং আফরোজা হক। বৈঠকে বিগত বছরের বাজেট বাস্তবায়ন অগ্রগতি, জয়িতা ফাউন্ডেশন এবং পানিতে ডুবে শিশুমৃত্যু সম্পর্কে আলোচনা হয়। এছাড়া, গত সভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। আগামী অক্টোবরে সুবিধাজনক সময়ে জয়িতা টাওয়ার উদ্বোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় বৈঠকে। এছাড়াও বিভাগীয় শহরগুলোতে জয়িতা টাওয়ার নির্মাণের যথাযথ কার্যক্রম গ্রহণ অব্যাহত এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে জয়িতার একটি স্টল স্থাপনের উদ্যোগ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি। পাশাপাশি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কর্মক্ষমতা বৃদ্ধি এবং প্রকল্পগুলোর মেয়াদোত্তীর্ণ হওয়ার আগে প্রকল্পের মেয়াদ বাড়াতে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত