সাতক্ষীরার কালিগঞ্জে টিফিন পিরিয়ডে বন্ধুর জন্মদিনের কেক কেটে টিকটক করার অপরাধে শিক্ষকের মারধরে এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষকসহ পাঁচ শিক্ষকের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মামলা হয়েছে। এদের মধ্যে চারজন শিক্ষক আটক করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গতকাল দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামিরা হলেন, নলতা হাইস্কুলের প্রধান শিক্ষক মোনায়েম হোসেন, সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র মন্ডল, মনিরুল ইসলাম, মহিদুল ইসলাম মহিদ এবং সিদ্ধার্থ দাশ। নলতা হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র রাজ প্রতাপ দাশেল মৃত্যুর পর গত রোববার বিকালে কালিগঞ্জ থানা পুলিশ প্রধান শিক্ষক মোনায়েম হোসেনসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এক শিক্ষককে মুচালিকা নিয়ে রাতেই ছেড়ে দেওয়া হয় এবং প্রধান শিক্ষকসহ চারজনকে থানায় আটক রাখা হয়। পরে নিহত ছাত্রের বাবা দ্বীনবন্ধু দাশ বাদী হয়ে পাঁচজন শিক্ষকের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় প্রধান শিক্ষকসহ চারজনকে আটক দেখানো হয়েছে। এদিকে, প্রতাপ রাজের মুত্যুর ঘটনায় গতকাল সকাল থেকে কালিগঞ্জ উপজেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নজরদারীতে রেখেছে কালিগঞ্জ থানা পুলিশ।