ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ভারতে ধর্মঘট

বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ

বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ

ভারতের ফুলবাড়ি স্থলবন্দরে ধর্মঘটের কারণে ১০ দিন ধরে চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় বন্ধ রয়েছে পাথর আমদানি। এতে করে পাথর আমদানি করতে না পেরে বিপাকে পড়েছেন বন্দরটির বাংলাদেশের আমদানিকারকরা। আমদানিকারকরা জানিয়েছেন, এপারে আমাদের ব্যবসায়ীদের মধ্যে কোনো সমস্যা না থাকলেও ওপারে ধর্মঘটের কারণে পাথর আমদানি করা যাচ্ছে না এ বন্দরে।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সøট বুকিংয়ের নামে প্রতি ট্রাকে ৩ হাজার থেকে ৫ হাজার করে টাকা আদায় করার প্রতিবাদে ধর্মঘট পালন করছে ফুলবাড়ী বর্ডার লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ভুটানের পাথরবাহী ট্রাক থেকেও টাকা আদায়ের দাবি জানান তারা। ফুলবাড়ী স্থলবন্দরে পাথর রপ্তানিতে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে তারা ১০ দিন ধরে ধর্মঘট পালন করায় বাংলাদেশে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত