সাগরে মাছ ধরায় শৃঙ্খলা ফেরাতে অনিবন্ধিত ৬৫ হাজার নৌযান নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সামুদ্রিক মৎস্য দপ্তর। দেশে নিবন্ধিত নৌযানের মধ্যে বাণিজ্যিক ট্রলার ২৩১টি ও যান্ত্রিক নৌযান রয়েছে ২৮ হাজার ৫০০টি। এসব নৌযান ১৪টি উপকূলীয় জেলা এবং ৬৭টি উপজেলার নদী ও সাগরে চলাচল করে। এই বাইরে রয়েছে আর্টিশনাল নৌযান, যেগুলোর নিবন্ধন নেই। আর্টিশনাল নৌযানের ধারণক্ষমতা ১৫ টনের কম। সাগরের ৪০ মিটার গভীরতার মধ্যে এসব নৌযান চলাচল করে। মাছের প্রজনন মৌসুমে নিবন্ধিত নৌযানগুলো বিধিনিষেধ মানলেও অনিবন্ধিত নৌযানগুলো বিধিনিষেধ মানে না। তাই এসব নৌযানকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রামের পরিচালক মো. জিল্লুর রহমান জানিয়েছেন, সাগরে মাছ ধরায় শৃঙ্খলা ফেরাতে আর্টিশনাল নৌযানগুলোকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য লাইসেন্স দেওয়া হবে।