ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সবুজ পৃথিবী গড়তে জৈব জ্বালানির ব্যবহার অপরিহার্য

বললেন নসরুল হামিদ
সবুজ পৃথিবী গড়তে জৈব জ্বালানির ব্যবহার অপরিহার্য

পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়তে জৈব জ্বালানির ব্যবহার বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, জৈব জ্বালানি গ্রিন হাউজ গ্যাস কমিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস করতে ভূমিকা রাখে। আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ও সুরক্ষিত জ্বালানি ব্যবস্থাপনার ভিত্তিই হবে জৈব জ্বালানি।

তাছাড়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও এটি কার্যকরী অবদান রাখবে। গতকাল ভারতের গোয়াতে জি-২০ উপলক্ষ্যে এনার্জি ট্রানজিশন মিনিস্টারিয়াল মিটিংয়ের সাইড লাইন মিটিংয়ে গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নসরুল হামিদ বলেন, এই গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্সের প্রতি বাংলাদেশের সমর্থন রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত