ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ২,২৪২ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ২,২৪২ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪২ জন। এদের মধ্যে ঢাকায় ১২৩৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার তিনজন ভর্তি হয়েছেন।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ হাজার ৬৫৬ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি ৩ হাজার ৮৩৯ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ২ হাজার ৮১৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৩০ হাজার ৬৮৫ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬৭ জনের। এছাড়া ডেঙ্গু আক্রান্ত ২৩ হাজার ৮৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত