ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

২২০০ চারা বিতরণ করলেন ডিএমপি কমিশনার

২২০০ চারা বিতরণ করলেন ডিএমপি কমিশনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী কাঁচা মরিচের সংকট দূর করতে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নিজ আঙ্গিনায় মরিচগাছ লাগানোর প্রতীকী কর্মসূচি পালিত হয়েছে। গাছ লাগান পরিবেশ বাঁচান ও বর্ষাকালে নিজ আঙিনায় মরিচ গাছ লাগাই, দ্রব্যমূল্যের এ বাজারে নিজের গাছের মরিচ খাই- এ স্লোগান সামনে রেখে গতকাল রাজধানীর পলওয়েল মার্কেটের সামনে এ প্রতীকী কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ দোকান মালিক সমিতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক পলওয়েল মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে ২ হাজার ২০০ মরিচের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত দূরদর্শী নেত্রী। তিনি যখন দেখলেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে, তখন থেকে তিনি সবাইকে আহ্বান জানালেন, প্রত্যেক বাড়ির আঙিনা ও আবাদি জমির ১ ইঞ্চিও যেন খালি না থাকে। একসময় বাংলাদেশে খাদ্য ঘাটতি থাকলেও এখন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের কৃষি বিভাগ ধান, শাকসবজি ও ফলমূলের নতুন নতুন জাত উদ্ভাবন করেছে, যার ফলে আমাদের অভ্যন্তরীণ খাদ্য শস্যের চাহিদা পূরণ হচ্ছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব জহিরুল হক ভুঁইয়াসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত