২২০০ চারা বিতরণ করলেন ডিএমপি কমিশনার

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী কাঁচা মরিচের সংকট দূর করতে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নিজ আঙ্গিনায় মরিচগাছ লাগানোর প্রতীকী কর্মসূচি পালিত হয়েছে। গাছ লাগান পরিবেশ বাঁচান ও বর্ষাকালে নিজ আঙিনায় মরিচ গাছ লাগাই, দ্রব্যমূল্যের এ বাজারে নিজের গাছের মরিচ খাই- এ স্লোগান সামনে রেখে গতকাল রাজধানীর পলওয়েল মার্কেটের সামনে এ প্রতীকী কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ দোকান মালিক সমিতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক পলওয়েল মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে ২ হাজার ২০০ মরিচের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত দূরদর্শী নেত্রী। তিনি যখন দেখলেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে, তখন থেকে তিনি সবাইকে আহ্বান জানালেন, প্রত্যেক বাড়ির আঙিনা ও আবাদি জমির ১ ইঞ্চিও যেন খালি না থাকে। একসময় বাংলাদেশে খাদ্য ঘাটতি থাকলেও এখন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের কৃষি বিভাগ ধান, শাকসবজি ও ফলমূলের নতুন নতুন জাত উদ্ভাবন করেছে, যার ফলে আমাদের অভ্যন্তরীণ খাদ্য শস্যের চাহিদা পূরণ হচ্ছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব জহিরুল হক ভুঁইয়াসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।