বান্দরবানে নবনির্মিত নয়নাভিরাম ৫৭ ফুট উচ্চতাবিশিষ্ট গোল্ডেন বৌদ্ধ মনিস্ট্রি বিহারের বুদ্ধ বিহার ও বিহারাধ্যক্ষের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বান্দরবান সদরের লাল মোহন বাহাদুর বাগান এলাকায় অবস্থিত গোল্ডেন বৌদ্ধ বিহারের বুদ্ধ অভিষেক ও বিহারাধ্যক্ষ ফাং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। গোল্ডেন বৌদ্ধ বিহারের জায়গাটি মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং নিজের জমি হতে দান করেছেন। গতকাল সকালে বিহারে বুদ্ধ অভিষেক ও বিহারাধ্যক্ষ ফাং অনুষ্ঠানে শীল ও দেশনা প্রদান করেন চুশাক মুখপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত কিট্রিমা মহাথের, উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ড. সুবন্নলংকারা মহাথের, রোয়াংছড়ি জেতবন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পঞ্চানন্দ মহাথেরসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষরা। এ সময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংশৈ প্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংশৈ প্রু চৌধুরী, রাজপুত্র মংওয়ে প্রু, পার্বত্য মন্ত্রীর স্ত্রী মেহ্লা প্রুসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা ও ধর্মপ্রাণ বৌদ্ধধর্মাবলম্বীরা। পরে বুদ্ধ শাসনং চিরাই তিধ্ধাতু তিনবার বলে রত্নবৃষ্টি বর্ষণ, ধ্বজা উত্তোলন ও শান্তির পায়রা কবুতর উন্মুক্ত করার মধ্য দিয়ে বিহারটি সবার জন্য খুলে দেওয়া হয়।