দেশের বেশিরভাগ অঞ্চলে শ্রাবণেও বৃষ্টি নেই
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
শ্রাবণ মাস এলে অঝোর ধারায় বৃষ্টি নামে। নদী, খাল, বিল, মাঠ বৃষ্টির পানিতে টইটম্বুর হয়ে যায়। কিন্তু শ্রাবণ মাস চললেও মুষলধারে বৃষ্টি নেই, বিলঝিলে টইটম্বুর পানি নেই, নদনদীতে ঢল নেই। বর্ষার সমাপ্তির মাসটিতে দেশের বেশিরভাগ অঞ্চলে দেখা মিলছে না বৃষ্টির। আপাতত টানা ও ভারি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। গত রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে কিছুটা বৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সিলেটে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।