ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় শোক দিবস

পৌর আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি

পৌর আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে কক্সবাজার পৌর আওয়ামী লীগ। ১ আগস্ট কালো ব্যাজ ধারণ ও দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্যদিয়ে শুরু হবে এই কর্মসূচি। কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিল। ৮ আগস্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিল। ১১ ও ১২ আগস্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন। ১৪ আগস্ট জেলা আওয়ামী লীগের সভায় যোগদান। ১৫ আগস্ট জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী ওয়ার্ডভিত্তিক কাঙালিভোজ আয়োজন। ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে শহীদ দৌলত ময়দানে আলোচনা সভার আয়োজন। ২৬ আগস্ট বিকাল ৪টায় শহীদ দৌলত ময়দান থেকে বিশাল শোক র‌্যালির আয়োজন। ৩১ আগস্ট চিত্রাঙ্কন রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। গত রোববার বিকাল ৫টায় কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রস্তুতি সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম ও পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত