বিতর্কে আঞ্চলিক চ্যাম্পিয়ন
জাতীয় পর্যায়ে কক্সবাজার মডেল হাইস্কুল
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজার-বান্দরবান অঞ্চলের পুষ্টি- প্রথম আলো স্কুল বিতর্ক প্রতিযোগিতায় আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে লড়বে ১৯৯৮ সালের দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার মডেল হাইস্কুল। কক্সবাজার ও বান্দরবান জেলার ১৪টি স্কুলের সেরা বিতর্ক দলের উৎসবমুখর বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জেলার শীর্ষ এ প্রতিষ্ঠানটি।
গত ২৩ জুলাই বায়তুশ শরফ জব্বারিয়া একডেমি ভেন্যুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কক্সবাজার মডেল হাইস্কুল দল প্রথম রাউন্ডে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে, দ্বিতীয় রাউন্ডে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনকে, সেমিফাইনালে কক্সবাজার বাইতুশ শরফ জব্বারিয়া একাডেমিকে এবং সর্বশেষ ফাইনালে পুনরায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে উন্নীত হয়েছে। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন অত্র বিদ্যালয়ের দলনেতা সিদরাতুল মুনতাহা সোহা।
সারা দেশকে ৪০টি অঞ্চলে বিভক্ত করে ৪০ অঞ্চলের ৪০ চ্যাম্পিয়ন দল নিয়ে আগামী সেপ্টেম্বর মাসে ঢাকায় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কক্সবাজার ও বান্দরবান জেলা নিয়ে একটি অঞ্চল। এ অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে কক্সবাজার মডেল হাইস্কুল জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় তাক লাগিয়ে দেয়া বিতার্কিকরা হলো কক্সবাজার মডেল হাইস্কুলের দলনেতা সিদরাতুল মুনতাহা সোহা, সামিয়া জান্নাত আরিবা, তাফান্নুম শুহরাত ওয়াজিহা ও আবদুল্লাহ আবরার হাকীম ইনান। বিতার্কিক সবাই ৮ম শ্রেণির শিক্ষার্থী। এর আগে গত ১৮ জুলাই কক্সবাজার পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় কক্সবাজার মডেল হাইস্কুল প্রথম রাউন্ডে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমিকে এবং ফাইনালে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলনেতা সিদরাতুল মুনতাহা সোহার নেতৃত্বে একই দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং যুক্তিতর্কের সেরা নৈপূণ্য দেখিয়ে শ্রেষ্ঠ বিতার্কিকের পুরস্কার জিতে নেয় সিদরাতুল মুনতাহা সোহা। কক্সবাজার মডেল হাইস্কুল দলের মেন্টর সিনিয়র শিক্ষক নুর হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে এবং প্রধান শিক্ষক কেএম রমজান আলীর দিকনির্দেশনায় বিদ্যালয় বিতর্ক দলের ধারাবাহিক সফলতা।