আরো ৮৩ জনের করোনা শনাক্ত

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ অব্যাহত আছে। গত একদিনেও নমুনা পরীক্ষায় আরো ৮৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। তবে এই সময়ে করোনায় নতুন করে কারো প্রাণহানি হয়নি। এতে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬৯ জনেই অপরিবর্তিত রয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার বেড়ে ৪ দশমিক ৬০ শতাংশে উঠে এসেছে, একদিন আগেও যা ৩ দশমিক ২০ শতাংশে অবস্থান করছিল। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি ৮৮৫টি ল্যাবে মোট এক হাজার ৮০৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে একই সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৪ হাজার ১৩১ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার বেড়ে শতকরা ৪ দশমিক ৬০ ভাগে দাঁড়িয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১৮ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ ভাগ। এদিকে, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৬৭ জন। এ নিয়ে ভাইরাসটি থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১১ হাজার ৭৩ জনে। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সময়ের ব্যবধানে পৃথিবীজুড়ে মহামারিতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।