এডিসের লার্ভা পাওয়ায় সিলেটে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিলেট ব্যুরো

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযানে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। গত মঙ্গলবার অভিযানের প্রথম দিনেই একযোগে চারটি ভ্রাম্যমাণ আদালত মাঠে নামে। অভিযানিক দল কয়েকটি জায়গায় এডিস মশার লার্ভা পাওয়ায় চার প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে। মহানগরীর ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া চারটি প্রতিষ্ঠানের সবগুলো হচ্ছে গাড়ির গ্যারেজ। এই চার প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর বাড়ির মালিককে সতর্ক করা হয়। অভিযানিক দল তাৎক্ষণিক এসব লার্ভা ধ্বংস করেছে।