জেএমবির সক্রিয় সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা ও দাওয়াতি শাখার সক্রিয় সদস্য আরিফ হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার নওগাঁর সাপাহার উপজেলায় যৌথ অভিযান চালিয়ে র‌্যাব-২ ও র‌্যাব-৫-এর সদস্যরা তাকে আটক করে। র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২০১৭ সালের ২২ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মোহাম্মদপুর থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির একদল নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনার জন্য গোপন বৈঠকে মিলিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামি আরিফ পালিয়ে গেলেও সে সময় মো. শোহায়েদ শেখ ও রফিকুল ইসলাম ওরফে রফিককে অস্ত্রসহ এবং ধারালো অস্ত্র ও উগ্রবাদী বইসহ গ্রেপ্তার করা হয়। পরে ২০১৭ সালের ৪ নভেম্বর গ্রেপ্তার করা হয় আরিফ হোসেনকে। তিনি আরো বলেন, মামলার ৪ বছর ১০ মাস জেল খেটে জামিনে বের হয়ে নিয়মিত হাজিরা না দিয়ে পলাতক হলে আসামি আরিফ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনো জারি হয়। গ্রেপ্তার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করে আসছিল এবং জেএমবির বিভিন্ন কার্যক্রম গোপনে চালিয়ে যাচ্ছিল বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।