সাতক্ষীরা-যশোরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা-যশোর মহাসড়কের ঝাউডাঙ্গায় ও কদমতলায় পৃথক দুটি দুর্ঘটনায় ৫ বছরের শিশুসহ দুজন নিহত হয়েছে। গতকাল সকালে ও দুপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানিয়েছেন, গতকাল সকালে সাতক্ষীরা সদর উপজেলার রায়টা গ্রামের আফিল উদ্দিন সরদারের ছেলে সুজা উদ্দিন (৪২) মাকে নিয়ে মোটরবাইকে বাড়ি ফেরার পথে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ঝাউডাঙ্গায় মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তির লাঠির খোঁচায় ট্রাকের তলায় পড়ে নিহত হয়। আহত হয় তার মা। পরপরই ট্রাকটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। দুপুরে সাতক্ষীরা-যশোর মহাসড়কের পাশে কদমতলায় আত্মীয়ের বাড়ির পাশে রাস্তার ধারে খেলার সময় ভ্যানের ধাক্কায় থ্রি-হুইলার ব্যাটারিচালিত ইজিবাইক শরীরের ওপর পড়ে নিহত হয় ৫ বছরের শিশু অনীক হাসান। সে শ্যামনগর উপজেলার শৈলখালী গ্রামের খোকন বাবুর ছেলে। ইজিবাইক ও ভ্যান দুর্ঘটনার পরপরই সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সদর থানায় পৃথক দুটি মামলা লিপিবদ্ধ হয়েছে।