ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মতবিনিময় সভা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মতবিনিময় সভা

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সপ্তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রবির একাডেমিক ভবনের লেকচার থিয়েটারে এ সভা অনুষ্ঠিত হয়। রবির শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রবির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. শাহ্ আজম। তিনি বলেন, রবির দুই দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে। এ উদযাপনায় রবির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মীদের সঙ্গে বিপুলসংখ্যক বিশ্ববিদ্যালয়ের শুভাকাক্সক্ষী এবং রবীন্দ্র ভক্ত নানা পেশার স্থানীয় নাগরিক ও সুধীজন অংশ নিয়েছেন। রবীন্দ্র মেলা ও সাংস্কৃতিক আয়োজন ঘিরে স্থানীয় নাগরিকসহ সর্বস্তরের মানুষের যে আগ্রহ সৃষ্টি হয়েছে তা আমাদের পরম প্রাপ্তি। ভবিষ্যতে আরো বৃহত্তর পরিসরে এ উৎসব আয়োজনের অনুপ্রেরণা। এ উৎসবের অংশ হিসাবে স্থানীয় কুটির শিল্প, তাঁতবস্ত্র, মৃৎশিল্প প্রভৃতির সহযোগে মেলার আয়োজন করলে শাহজাদপুরের যে সাংস্কৃতিক ঐতিহ্যের ধারা তার সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ তৈরি হবে। সেইসঙ্গে তা একটি স্বতন্ত্র উৎসবে রূপলাভ করবে।

৭ম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজনে জনসম্পৃক্ততায় প্রাণিত, সুধীমহলের অংশগ্রহণে আনন্দিত। তিনি আরো বলেন, রবির এ পর্যন্ত যা অর্জন, তা আপনাদের নিষ্ঠা একাগ্রতা ও ঐক্যবদ্ধ প্রয়াসের ফল। শিক্ষা-গবেষণার প্রধান দায়িত্বটি আপনাদের উপর ন্যস্ত। সনাতন ধারার বর্ষভিত্তিক মূল্যায়ন পদ্ধতির পরিবর্তে সেমিস্টার পদ্ধতি প্রবর্তনে আপনাদের সহযোগিতা পেয়েছি। এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আউটকাম বেইজড পাঠক্রম প্রণয়ন করে রবির পাঠদানের ধারাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আপনাদের পেশাভিত্তিক যে সংকট রয়েছে তা নিরসনে সর্বাত্মক চেষ্টা করব। এ মতবিনিময় সভায় রবির শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত