এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ হতে যাচ্ছে

বললেন প্রতিমন্ত্রী স্বপন

প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, বাংলাদেশ সমৃদ্ধি এবং উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আহ্বান তা আজ বাস্তবায়নের পথে। আমাদের নারীরা আজ বসে নেই। তারাও রোজগার করে স্বামীর হাতে তুলে দিতে পারছেন। তাদের হাতে স্মার্ট ফোন, ছেলে-মেয়েদের স্কুলে লেখাপড়া করাতে পারছেন, তাদের জীবনযাত্রার মান বেড়েছে। গতকাল শুক্রবার গাইবান্ধার পলাশবাড়িতে পল্লি পণ্য মেলা ও উদ্যোক্তা সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন। আজকে তারই ফসল আজকে আপনারা উদ্যোক্তা সৃষ্টি হয়েছেন। ধন্যবাদ দেবো, মঙ্গাপিড়ীত গাইবান্ধা জেলায় এমন এমন নারী উদ্যোক্তা সৃষ্টি করাতে। পলাশবাড়ীর এসএম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন এবং উপজেলা বিআরডিবির আয়োজনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত গাইবান্ধা সমন্বিত পল্লি দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের আওতায় সূজিত পণ্যভিত্তিক পল্লি প্রকল্পের জেলার সাত উপজেলার বিভিন্ন পণ্যের পল্লির স্টল ঘরে দেখেন তিনি।