সিরাজগঞ্জে চুল কেটে দেয়ার ঘটনায় দুই নারী গ্রেপ্তার

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা আদর্শ গ্রামের এক গৃহবধূকে মাথার চুল কেটে দেয়ার ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো, ওই গ্রামের গৃহবধূ ডলি খাতুন (৩৯) ও লিলি খাতুন (৫০)। রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, স্থানীয় কয়েকজন বখাটে যুবক ওই গ্রামের এক গৃহবধূকে বিভিন্ন সময় কটূক্তি ও নানা রকম কথাবার্তা বলে আসছিল। একপর্যায়ে তারা ওই গৃহবধূ উপর ক্ষিপ্ত হয়। এরই জের ধরে তারা গত মঙ্গলবার রাতে গৃহবধূর বাড়ির আঙিনায় অবস্থান নেয়। এ সময় প্রকৃতির ডাকে গৃহবধূ বাইরে এলে তারা জোরপূর্বক গৃহবধূকে পাটক্ষেতের দিকে নিয়ে যায়।

এ সময় তার চিৎকারে স্বামী এগিয়ে এলে তাকে বেধড়ক মারপিট করা হয়। বখাটেদের আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে এসে গৃহবধূর বাড়িঘর ভাঙচুর করে এবং পরদিন সকালে বখাটের স্বজনরা ওই গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেয়। অসহায় গৃহবধূর চাচা শ্বশুর স্থানীয় মাতব্বরদের কাছে এ ঘটনার বিচার চায়। কিন্তু তারা বিচার দিতে টালবাহানা করে। অবশেষে পুলিশের সহযোগিতায় নির্যাতিত গৃহবধূ শনিবার রাতে সংশ্লিষ্ট থানায় ওই ২ নারীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে। এ মামলার অপর তিন আসামি হলো, একই গ্রামের লিটন (২২), সেরাজুল (২৩) ও আল মাহমুদ (২৩)। রোববার ভোর রাতে অভিযান চালিয়ে ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।