লালমনিরহাট জেলায় জলবায়ু সহনশীল নারী শিক্ষার উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

লালমনিরহাটে ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত অঞ্চলগুলোয় মেয়েদের শিক্ষা প্রসারে সম্মিলিত উদ্যোগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্কের সদস্য হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পপি’ ও ডিসএবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশনের (ডিআরআরএ) উদ্যোগে ও মালালা ফান্ডের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পপি’র নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. আফরোজা খাতুন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা ফেরদৌস, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ আলী এবং মালালা ফান্ড বাংলাদেশের ইন-কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মুশাররফ তানসেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে মেয়েদের শিক্ষার দুর্বলতাগুলো দূর করার জন্য জরুরি মনোযোগ এবং সহযোগিতামূলক পদক্ষেপ প্রয়োজন। একসাথে কাজ করার মাধ্যমে চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সহযোগিতা জোরদার এবং উদ্ভাবনী কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি টেকসই ভবিষ্যতে গড়ে তুলতে হবে। কর্মশালাটি সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন অংশীদারদের সক্রিয় সম্পৃক্ততা তৈরি করে। পরিকল্পিত সেশনগুলোর মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে অন্তর্দৃষ্টি ও অভিজ্ঞতা বিনিময় করে। সেই সঙ্গে দলীয় কাজের মাধ্যমে জলবায়ু প্রভাবিত অঞ্চলে মেয়েদের শিক্ষার চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কার্যকারী কর্মকাণ্ডের বিষয়ে প্রস্তাব করে। এছাড়া এই কর্মশালা পরিবর্তিত জলবায়ুর প্রেক্ষাপটে মেয়েদের শিক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় স্টেকহোল্ডারদের একত্রিত করে উল্লেখিত বিষয়ে আলোচনার সুযোগ করে দেয়। উল্লেখ্য, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে, বিশেষত বাংলাদেশের মতো দেশে মেয়েদের শিক্ষার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব একটি জরুরি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কর্মশালাটি জলবায়ু সহনশীল শিক্ষা প্রসারে কার্যকর কৌশলগুলো অনুসন্ধানের জন্য একটি সুযোগ তৈরি করে।