ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রামুতে সড়কে ব্যারিকেড দিয়ে টোল আদায়ের নামে চাঁদাবাজি

রামুতে সড়কে ব্যারিকেড দিয়ে টোল আদায়ের নামে চাঁদাবাজি

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে সড়কে ব্যারিকেড দিয়ে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

সড়ক পথে আনা বিভিন্ন পণ্যের ওপর ব্যবসায়ীদের কাছ থেকে রশিদ দিয়ে ওই টাকা আদায়ের সত্যতা পাওয়া গেছে। ক্ষমতার অপব্যবহার করে ইউপি চেয়ারম্যান শামশুল আলম ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ কায়েশ নিয়ম-নীতি উপেক্ষা করে এ চাঁদা আদায় করছেন বলে ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ। রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের মইষকুম বাকখালী ব্রিজ, ইউনিয়নের উখিয়ারঘোনা সওদাগর পাড়া ও স্থানীয় সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়ক- এই তিন স্থানে গেট বসিয়ে ইউনিয়ন পরিষদের রশিদের মাধ্যমে গরু-ছাগলসহ বিবিধ পণ্য থেকে নিয়মবহির্ভূত টোল আদায় করা হচ্ছে বলে জানা গেছে। পরিষদের এ অর্থ আদায়কে সম্পূর্ণ অবৈধ চাঁদাবাজি হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় এলাকাবাসী। এতে করে সাধারণ ব্যবসায়ীদের মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এদিকে টোলের নামে চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা-পাল্টা হামলার ঘটনাও ঘটছে। এ নিয়ে বড় ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। টোলের নামে চাঁদা আদায়ের বিষয়ে কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জানান, পরিষদের মিটিংয়ে এজেন্ডার মাধ্যমে চেয়ারম্যান ও সব সদস্যের সর্বসম্মতিক্রমে রেজুলেশন সহকারে টোল আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয়। কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামশুল আলম এ ব্যাপারে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেছেন। কক্সবাজার জেলার (স্থানীয় সরকার) উপ-পরিচালক মো. নাসিম আহমেদ জানান, তদন্তপূর্বক রামু উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত