ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হাতিয়ায় মেঘনা নদীতে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ১৫ জেলে উদ্ধার

হাতিয়ায় মেঘনা নদীতে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ১৫ জেলে উদ্ধার

গতকাল মঙ্গলবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, গত ২৮ জুলাই ২০২৩ তারিখ ‘এফবি সোহরাব’ নামক ফিশিং বোট ১৫ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সাগরে গমন করে। মাছ ধরা শেষে ফেরার সময় গতকাল আনুমানিক ১০০০ ঘটিকায় নোয়াখালী জেলার হাতিয়ায় মেঘনা নদীতে জাহাজমারার দমারচর সংলগ্ন এলাকায় বৈরী আবহাওয়ায় অতিরিক্ত ঢেউয়ের কারণে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে। বিষয়টি উক্ত এলাকার নিকটবর্তী বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান হাতিয়া অবগত হলে দ্রুততার সহিত একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গমন করে। পরবর্তীতে বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক আনুমানিক ১৫৩০ ঘটিকায় ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করে বিকল হয়ে যাওয়া ফিশিং বোটসহ নোয়াখালী জেলার হাতিয়া থানার বুদ্দোনা ঘাটে নিয়ে আসা হয়। তিনি আরো বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত ফিশিং বোট ও জেলেদের মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত