চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ ব্যক্তি। এর মধ্যে সাতজনই মারা গেছেন গত এক সপ্তাহে। এ সাত দিনে নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৩ জন। মৃত ১১ জনের মধ্যে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে আটজন, বরগুনায় এক ও ভোলায় দুইজন মারা গেছেন। গতকাল বিকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত বুধবার শেবাচিম হাসপাতাল ও পটুয়াখালীতে একজন করে মারা যান। এই দিন ২৮৪ জন নতুন আক্রান্ত হয়েছিলেন। গত বৃহস্পতিবার ২৮৯ জন আক্রান্ত হলেও কারো মৃত্যু হয়নি। গত শুক্রবার একজন শেবাচিম হাসপাতালে মারা গেছেন এবং ১৮০ জন নতুন আক্রান্ত হয়েছিলেন। গত শনিবার শেবাচিম হাসপাতালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু ও ১৯১ জন নতুন আক্রান্ত হয়েছিল। গত রোববার শেবাচিম হাসপাতাল, ভোলা ও বরগুনায় একজন করে ডেঙ্গু রোগী মারা যান। এই দিন নতুন আক্রান্ত হয়েছিলেন ৩৩৯ জন। গত সোমবার ২৯৪ জন ও গতকাল ২৫৬ জন নতুন আক্রান্ত হলেও কেউ মারা যাননি। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সব শেষ তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৫৬ রোগী। এর মধ্যে বরিশালে ৩৫ জন, পটুয়াখালীতে ৩১, পিরোজপুরে ৪৪, ভোলায় ৩৫, ঝালকাঠিতে ছয় ও বরগুনায় ২০ জন। একই সময়ে শেবাচিম হাসপাতালে ৬০ জন ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন নতুন ভর্তি হয়েছেন। এই বছর দক্ষিণাঞ্চলের সরকারি হাসপাতালগুলোয় ৫ হাজার ৫৫৬ রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৪১ জন।