লাকসামে পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু!

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

লাকসামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নাবিলা আক্তার মনি (১৪) ও উম্মে হাফসা মিলি (৯) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে লাকসাম উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের পৈশাগী গ্রামের হাজীবাড়িতে ঘটে এ দুর্ঘটনা। নিহত নাবিলা আক্তার মনি ও উম্মে হাফসা মিলি ওই বাড়ির শহীদ উল্লাহ ও আনজুমা বেগম দম্পত্তির মেয়ে। নিহত দুই শিশু নরসিংদী সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। দুই শিশুকন্যাকে হারিয়ে বাবা-মা প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

স্থানীয়রা বলেন, উপজেলার পৈশাগী গ্রামের হাজীবাড়ীর শহীদ উল্লাহ সপরিবারে নরসিংদী সদরে বাসাভাড়া নিয়ে বসবাস করেন। গত কোরবানির ঈদে গ্রামের বাড়িতে আসেন। তাদের বাড়িতে নতুন ভবনের কাজ চলছে। গতকাল মা আনজুমা বেগমের কাছে দুই শিশু বারবার গোসল করার কথা বললে তিনি তাদের একটু পরে নিজেই গোসল করিয়ে দেবেন বলে অপেক্ষা করতে বলেন। এরই মধ্যে তারা মায়ের জন্য অপেক্ষা না করে ঘরের পাশে ঘাট দিয়ে পুকুরে নেমে ডুবে যায়। এ সময় ওই বাড়ির মুন্নী নামে এক মেয়ে ঘাটে গোসল করতে এসে তাদের দেখতে পায়। পরে পরিবারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ এ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিশুর মৃত্যুতে তাদের পরিবারের কোনো অভিযোগ নেই।