ধোবাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলার মান্দালিয়া গ্রামে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইজারাবহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা অনুযায়ী শ্রীপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে সুলতানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মুন্সীরহাট বাজারে এক মুদি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন। সার্বিক সহযোগিতায় ছিল ধোবাউড়া থানা পুলিশ।